তাসের ঘর | মুভি রিভিউ
সিনেমা- তাসের ঘর
সুদিপ্ত রায় নির্মিত ‘তাসের ঘর’ সিনেমাটির কাস্টিং অবাক করে দেয়ার মত। একটি মাত্র চরিত্র দিয়ে নির্মিত হয়েছে অসাধারণ একটি থ্রিলার। সব মিলিয়ে চরিত্র তিনটি। কিন্তু জীবনের অপার যন্ত্রণাগুলো যেমন দেখানোর প্রয়োজন নেই, তবুও সাথে থাকেই, তেমনি মূল চরিত্র ছাড়া বাকি চরিত্রগুলোকেও দেখানোর খুব একটা প্রয়োজন হয় নি। তবুও সারাক্ষণ সাথে ছিল। এবং আমাকে মুগ্ধ করেছে এই সিনেমার টাইমিং। একটি মাত্র চরিত্রের মনোলোগ দিয়ে নির্মিত সিনেমাটি যেমন একঘেয়ে হয়নি, ঠিক তেমনি সিনেমা দেখার তৃষ্ণাও অসম্পূর্ণ থাকেনি। মৌসুমি ফলের মতই একেবারে কাটায় কাটায় সময়।
একজন পরিপাটি গৃহিণী। তার সংসার। এবং একটিই বাড়ি। পুরোটা সিনেমার শ্যুটিং একটু বাড়ির ভেতরে হয়েছে। সিনেমা যারা নিছকই বিনোদিনের জন্যে দ্যাখেন না, যারা সিনেমাকে বিনোদোনেরও একটু উর্ধ্বে গিয়ে দ্যাখেন, তাদের জন্য সিনেমাটি দেখা দরকার। আমরা নিজেকে ফাঁকি দেয়ার জন্য সারাক্ষণ কারণ খুঁজতে থাকি। এই যেমন ধরেন- ‘করোনায় তো কাজ করা সম্ভব না, এত কাস্টিং কোথায় পাব? একজনের থেকে যদি আরেকজনের করোনা হয়ে যায়? লোকেশন কই পাব? সব তো বন্ধ ইত্যাদি ইত্যাদি’। তাদের সিনেমাটি দেখা দরকার। খুব সীমিত আয়োজনেও এত চমৎকার থ্রিলার বানানো যায়।
এই সমাজে কত নারীরা সংসার করছে, নিজের বাড়ির ওভেন থেকে শুরু করে ঘরের কোণের ইঁদুরের যেচে পড়া সংসার সবকিছু নিয়েই ব্যস্ত তারা। কিন্তু এই সংসার কি আসলেই সংসার? নাকি তাসের ঘর? প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ‘তাসের ঘর’ সিনেমায়।