মাধুরী দীক্ষিতের বয়স যখন সাতাশ তখন মকবুল ফিদা হোসেনের বয়স ছিলো উনাশি। ফিদা সেই উনাশি বছর বয়সেই মাধুরীর প্রেমে মজেছিলেন বলে মনে করা হয়। আজন্ম পরিহিত কুর্তা পাজামার বদলে শার্ট, ট্রাউজার আর টুপি পরে মাধুরীর সাথে দেখা করতে গিয়েছিলেন।
নিজে মার্সিডিজ চালিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলেন মাধুরীর বাড়িতে। নিজের নামও বদল করে হয়েছিলেন ‘ম্যাকবুল ফিদা হোসেন’, অনেকে আবার মজা করে ডাকতেন ‘মাধুরী ফিদা হোসেন’ নামে। মাধুরীর ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি ফিদা দেখেন কমপক্ষে ৯৫ বার। মাধুরী কি ফিদাকে ভালোবেসেছিলেন? বড় জটিল এ প্রশ্ন!
‘মোহাব্বত’ ছবির স্যুটিং চলাকালে প্রায়ই সেটে উপস্থিত হতেন। এমনকি সে ছবিতে মাধুরীর অনুরোধে একটা ছোট ক্যামিও চরিত্রে ফিদা অভিনয় করেন। পরবর্তীতে শুধু মাধুরীর কথা ভেবেই ছবি পরিচালনায় আসেন মকবুল ফিদা হোসেন। ছবির নাম- ‘গজগামিনী’। এমনকি কাহিনীও তাঁর নিজের লেখা।
পরবর্তীতে ‘মিনাক্ষী’ নামের আরেকটা ছবি ফিদা বানালেও সে ছবিতে মাধুরী আর অভিনয় করেননি। মাধুরী এ ছবিতে অভিনয় করতে অস্বীকার করার পর সে ছবিতে অভিনয় করেন ‘টাবু’।
মাধুরীর অনেক ছবি এঁকেছিলেন মকবুল ফিদা হোসেন। উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে পড়ে বিদেশে যখন মারা গেলেন ফিদা তখন মাধুরী আমেরিকায় ছিলেন। তাঁদের আর দেখা হয়নি!
মাধুরী কি ফিদাকে ভালোবেসেছিলেন? ফিদা উত্তর দিতে পারবেননা! কিন্তু মাধুরী? তিনি হয়তো কখনো মুখ খুলতে পারেন। অপেক্ষায় থাকি।
লেখক পরিচিতি :
![]() |
অনিমেষ রহমান। ঢাকা, বাংলাদেশ। |